শহরজুড়ে দেয়ালে দেয়ালে একটি নিখোঁজ বিজ্ঞপ্তি,
গলিতে গলিতে সাটানো পোস্টার,
সফেদ কাগজে বিষাদের কালো কালিতে লেখা,
"সমুদ্র নিখোঁজ হয়ে গেছে!"
সবাই তটের চারপাশে খুজে গেল
সেই দুরন্ত হাওয়া, তীরে আছরে পরা ঢেউ, কিছু নেই,
নাকের উপরে ভেসে বেরানো হৃদয়ভেদী জলের ঘ্রাণ নেই,
ঝাউগাছের মনের খুশিতে দুলুনি নেই, গাঙচিলের উড়াউড়ি নেই
সবাই সারাটা দিন সমুদ্র খুঁজে গেল!
আমার বুকের ভিতরে কেউ একটিবার তাকিয়ে দেখলো না,
সেখানে যে ঢেউ ক্রমশ আছড়ে পরছে ফণা তুলে
কেউ একটিবার বুকে কান পেতে শুনলো না
কি দুর্নিবার গতিতে হাওয়া ছুটছে এফোঁড়ওফোঁড় করে,
কেউ দেখলো না, আমার ভেতরে কি বিশাল সমুদ্র লুকিয়ে আছে!
তোমরা সারাদিন সমুদ্র খুঁজতে থাকো
আর আমি; বুকে বয়ে বেড়াই!